আর একটু পথ পেরুলেই আলো,
যে আলোয় করব স্নান দুজনে,
হবে পবিত্র আত্মা এবং দেহ,
মেঘের মতন ভাসবে প্রেম ভুবনে!
থাকবেতো মোর সাথে শেষ পর্যন্ত?
নাকি পথেই হবে স্বপ্নের মৃত্যু বলো?
ধরো হাত শক্ত করে!
ঐ যে ডাকছে আলো!
মৃত্যুর আগে চাই না মরতে,
কিসের ডর, এসেছি যখন আলোর পথে?