যুগে যুগে মিলে না এমন মানুষের দেখা,
চিরঞ্জীব হও হে সখা!
তোমার কর্ম সূর্যের মত ছড়াক আলো,
প্রতীক তুমি ন্যায়ের, যা কিছু ভালো।
তুমি অমরত্ব করেছো লাভ কর্মে তোমার,
এক আশ্চর্য উপহার তুমি এ ধরার,
স্পর্শ করেছো যার মন যখন,
দেখেছে আলোর পথ সে জন।
তুমি নবীর মতন পথের দিশারী,
তুমি অসাধারণ, দলছুটের কাণ্ডারি!