স্বপ্ন আমায় হাতছানি দেয়,
সর্বদা নয়, কদাচিৎ,
রাতের নীরব সাগরের মত,
প্রাণে স্নিগ্ধতা বইয়ে দেয়।
আমি জানি সব স্বপ্নই সত্য নয়,
কিন্তু যা কয়টি বাস্তবে রূপ নেয়,
তাতেই জীবনে আশার আলো উঠে জ্বলে,
তাতেই ক্ষণস্থায়ী জীবনে সুমন্দ বায়ু বয়!
আমি জানি সময়ের আগে হয় না কিছুই,
তাইতো চাতকের মত অপেক্ষায় রই!