আমি না হয় রাগ করে,
আলোর মতন গতিতে,
বের হয়ে গিয়েছিলাম ঘর হতে,
তুমি কেন থাকলে না মোর হাতটি ধরে?
আমায় যেতে দিলে কেন?
ডুবন্ত মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে,
বাঁচার জন্য শেষ চেষ্টা করে,
তুমিও আমায় তেমনি আঁকড়ে ধরলে না কেন?
এতো রাগ আর অভিমান করে কার কি লাভ?
আছে কি তোমার কাছে এই প্রশ্নের জবাব?