হয়তো “ক্রাইম এন্ড পানিশমেন্ট”র রাস্কলনিকভের মত,
মূল্যবান জিনিস বন্ধক রাখতে হয়নি আমায়, এ কথা মানি,
তবুও অনেক কষ্টের অনলে পুড়েছি আমি,
সেই একই আগুনে তাকেও কম পুড়তে হয়নি!
লোকে শূন্য থেকে করে শুরু,
আমাদের কাছে সেই শুন্যও ছিল না!
বরং আমরাই ছিলাম শুন্যের অভ্যন্তরে!
কি করে যে এ পর্যন্ত এসেছি, ভাষায় বলতে পারবো না!
সময়মত ধরেছিলাম হাতটি যার,
সময়মত ছেড়ে দিয়ে হলাম নির্ভার!