আসা আর যাওয়ার খেলায় মেতেছে জগত,
পুরাতন যায়, নতুন আসে,
গাছের শুকনো পাতা ঝরে পড়ে,
নব পল্লবে সেই একই গাছ হাসে উল্লাসে!
চাঁদ যায় আসে সূর্য,
দিনের প্রস্থান হলে রাত্রি দেয় উঁকি,
ঋতু আসে ঋতু যায়,
আমি তোমার আসার অপেক্ষায় থাকি।
দেহে যে প্রাণ আসে,
সময় হলে যায় পালিয়ে সে!