ঘৃণার পাত্র

ছিলে তুমি আমার আত্মার মতন,


রেখেছিলাম হৃদয়ে করে যতন,


ছিলে ভালোবাসার পাত্র,


এখন দেখলেই জাগে মনে ঘৃণা মাত্র!

 


তুমি হয়তো বলবে যা কিছু ঘটেছে,


তার জন্য আমিই দায়ী, কিন্তু তোমার কাছে,


কি পেয়েছি আমি বিশ্বাসঘাতকতা ছাড়া, বলো তুমি?


মুখে বলেছ ‘ভালোবাসি’, মনে ছিলাম না আমি!

 


এখন তোমার ভুল সত্যিই বুঝতে পারছতো?

 

ভাঙা কাঁচ জোড়া দিলেও হবে কি আর আগের মত?

View kingofwords's Full Portfolio