বিচ্ছু শুধু কামড়ায়,
নিস্পাপ শিশুটির পায়,
পা ফুলে হয়েছে ঢোল,
শিশু উঠে মায়ের কোল।
শিশু কেঁদেই চলেছে অবিরাম,
বিচ্ছু পালিয়েছে সেরে কাম!
মা খুঁজে কবিরাজ,
তার ফুঁতেই হবে কাজ!
শিশু কেঁদে মূর্ছা যায়!
কবিরাজ ফুঁ দিয়ে ক্লান্ত হায়!