আজ না হয় কাল,
হবে শিক্ষা তোর,
মানুষের মনে কষ্ট দিয়ে,
পাবি না দেখতে সুখের ভোর!
তোর নিজের মন ছোট,
অন্যকে হেয় করতে চাস,
লোকে জানে তুই কেমন,
সময় থাকতে নিজেকে শোধরাস।
অচিরেই খাবি উত্তম মধ্যম,
অপেক্ষায় আছে তোর যম!