তোমার দেয়া উপহার এখনও আছে,
শামুকের বুকে মুক্তোর মত সযত্নে রেখেছি আগলে,
রাখবো খাঁচার পাখী উড়ে যাবার আগ পর্যন্ত,
তুমি নেই তবু তোমার স্পর্শ পাই উপহার হাতে নিলে!
একেকটি উপহার যেন একেকটি ইতিহাসের সাক্ষী,
দেখলেই যাই চলে অতীতের সেই সোনালি দিনে,
চোখ বুজলেই পাই তোমায় পাশে,
যেন তুমি দূরে নও, আছো এখানে!
কি সুন্দর ছিল সেই দিনগুলো!
কোত্থেকে এক ঝড় এসে সব ভেঙে দিল!