মাঝে মাঝে পড়ি ভীষণ দ্বিধায়!
কখন যে কোন পথে যাই?
একবার ভাবি শুনি লোকের কথা,
আবার নিজের মনকেই প্রাধান্য দিতে চাই!
তবে পথ হোক নদীর আঁকাবাঁকা যত,
কিংবা হোক সোজা রেললাইনের মত,
আমি যাব ঠিকই সেই লক্ষে পৌঁছে,
সেই বিশ্বাস আমার আছে।
এই দ্বিধা আর দ্বন্দ্বের জাঁতাকল করে চলেছে পিষ্ট,
বাড়িয়ে চলেছে শয়তানের মত আমার মনের কষ্ট!