ফুলের টবে ফুল গাছ,
জবা গোলাপ গাঁদা,
আছে টিউলিপ ক্যাকটাস,
ও রজনীগন্ধা।
ফুলের সুবাস কি যে ভালো লাগে!
বলে তা পারব না বুঝাতে,
যখনই সময় পাই,
তখনই ফুলের কাছে যাই দিনে রাতে!
ফুলের টবে ফুল গাছ পায় শোভা,
প্রতিটি ফুল যেন ছড়ায় অপূর্ব বিভা!