মানুষ যেমন সাধের ময়না পুষে,
আমি পুষব স্মৃতি তোমার,
তোমার প্রতিটি কথা, প্রতিটি চাহনি,
প্রতিটি হাসির ঝংকার।
লোকে বলে, চাইলে নাকি সবই ভোলা যায়,
আমি মানি না সে কথা,
তোমায় ভুলে থাকা মানে জীবনকেই অস্বীকার করা,
তুমি নিজেও জানো তা!
সামনাসামনি হয়তো হবে না কথা আর,
মনে মনে নিশ্চয়ই কথা হবে তোমার আমার!