ওদের অট্টহাসির আড়ালে,
আমি তোমার কণ্ঠ পাই শুনতে,
তীক্ষ্ণ এবং পরিষ্কারভাবে কণ্ঠ তোমার,
যায় পৌঁছে আমার কানে দিনে বা রাতে।
তোমার সুমধুর কণ্ঠ যেন সাবিনার গান,
প্রতিটি কথায় ঝরে মধু যেন,
শুধুমাত্র কণ্ঠ নয় তা,
রীতিমত ঔষধি গুণসম্পন্ন।
হে সুকণ্ঠী সুদর্শনা আমার!
শুনি যতবার, মনে হয় শুনি ততবার!