আশ্চর্য

আমি তোমার অনন্য ব্যবহারে আশ্চর্য হই,


তোমার নিঃস্বার্থ প্রেমে মুগ্ধ হই,


গরীব দুঃখীর প্রতি তোমার সমবেদনায়,


গর্বে আমার বুকটা বেলুনের মত ফুলে যায়!


 

আমি আশ্চর্য হই তোমার মহৎ চিন্তাধারায়,


আমি আশ্চর্য হই সেই চিন্তার বাস্তবায়িকতায়,


যতবার আমি তোমার সান্নিধ্যে আসি,

 

ততবার আমি যেন নতুন করে তোমায় ভালোবাসি।


  

তোমার কাছ থেকে শেখার আছে অনেক কিছু,

 

তাইতো ছায়ার মতই সদা যাই নিয়ে তোমার পিছু!

View kingofwords's Full Portfolio