খাওয়ার আগে এবং পরে,
ধুই হাত ভালো করে,
হাত ঠিকমত না ধুলে,
পড়তে হবে অসুখের কবলে।
তাইতো বলেন ডাক্তাররা,
যাবে না খাওয়া হাত ধোয়া ছাড়া,
হাতে যে জীবাণু ও ময়লা থাকে,
খাবারের সাথে ওরা যায় পেটে ঢুকে!
সাবান দিয়ে তাই ভালো করে ধুই হাত,
এতেই সহজে হয় জীবাণুরা কুপোকাত!