কুল নাই কিনার নাই বলে,
গেলে পড়ে হতাশার কবলে,
জীবনের মর্মার্থই হবে না বোঝা,
জীবন কি এতো সোজা?
স্বর্ণ পুড়ে হয় খাঁটি,
পোড়ালে ইট হয় মাটি,
কষ্টে পোড়ালে অন্তর শুদ্ধ হয়,
এ কথা জানো নিশ্চয়!
যা করছ যাও করে সাহসের সাথে,
একদিন স্বপ্ন দেবে ধরা তোমার হাতে।