শুধু শুধু কোনও অন্যায় না করেও,
হার মেনে নেয়া আমার রক্তে নেই,
আমি সিংহের মত গর্জে উঠতে চাই,
কারণ বাঁচার মত বাঁচা বলে এটাকেই!
দেখি কি হয়? কোথাকার পানি কোথায় গড়ায়?
আল্লাহ্ দেখছেন সবই, নিশ্চয়ই দেবেন শাস্তি,
যারা অন্যের অধিকার করছে হরণ,
অন্যায়ভাবে নিচ্ছে কেড়ে নিরীহের স্বস্তি।
বিদ্রোহ করতে শিখিয়েছে আমায় নজরুল এবং শেলি,
তাইতো আমি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী হতে বলি!