যদি

যদি ঘৃতাচীর মত নাচতে পারতে,


আমি ঠিক সেই মুহূর্তে,


অপলক রইতাম চেয়ে,


অসীম ভালোবাসা নিয়ে।


 

চন্দ্রমুখীর প্রতি দেবদাসের চাহনির মত নয়,


আমার চাহনি হতো আবেগময়,


থাকতো সেথায় প্রেমের সঞ্চরণ,


পড়তে পারতে তুমি বিলক্ষণ!


 

আমি রাবণের মত করতাম না সতীত্ব হরণ তোমার,

 

ভালোবেসেই দিতাম চরণে অঞ্জলি এই প্রেমিক মনটি আমার।

View kingofwords's Full Portfolio
tags: