দাও ছড়িয়ে আলো,
চাঁদের মত কাটবে আঁধার কালো,
তোমার হাসিতে ভুবন হাসে,
তোমার কথায় জাগে প্রেম মনের আকাশে!
তুমি আধুনিকতার স্বরূপ সতত,
লাগে তোমায় সুচিত্রা সেনের মত,
গোধূলি লগ্নের কমলা রঙের আকাশ মানে হার,
দেখে যখন রক্তজবা ঐ গাল তোমার!
দেখলে তোমায় পারি না সরাতে চোখ কভু,
রাখব মনে তোমায় যাই যদি চলে দূরে তবু!