যখন আপনজনের কাছে বিপদে গেছি,
অল্পবিস্তর সাহায্য পেয়েছি,
কিন্তু গিয়েছি যখন কোনও বন্ধুর কাছে,
কখনও কখনও মনটা হাঁড়ির মত ভেঙে গেছে!
কেননা বিপদে বন্ধু বাড়াবে হাত তাইতো জানি,
কিন্তু করেছি আশা যতখানি,
ততটা পাইনি সহায়তা,
বিপদ তাদেরও আসতে পারে বোঝে না তা!
আমার কাছে যখন যেই এসেছে,
শত্রু কিংবা মিত্র, সদা সাহায্যই পেয়েছে।