ইন্দ্রের সভায় অপ্সরা উর্বশীর চেয়েও সুন্দর তুমি,
অহল্যার মতন সত্যপরায়ণা সর্বদা,
তাইতো ফুলকির দিকে ছুটে চলা ফড়িঙের মত হই আকৃষ্ট আমি,
তুমি আমার প্রাণের রানি, আমি তোমার শাহজাদা!
তোমার পানে চেয়ে থাকাটাও প্রার্থনার মত লাগে!
তোমার স্পর্শে জাগে আমার মন,
ঘুমন্ত শিশু যেমন মায়ের স্পর্শে উঠে জেগে,
তোমার সাথে বেশী করে সময় কাটাতে থাকি অস্থির সর্বক্ষণ।
রাতের আকাশে হীরা হয়ে জ্বলা তারার মতন তোমার হাসি,
আর কাউকে নয়, আমি শুধু তোমাকেই ভালোবাসি!