‘সৃষ্টিশীলতার কবি’ মো. জিয়াউল হক-এর কাব্যগ্রন্থ “ফ্রেগরেন্স অব লাভ”

মো. জিয়াউল হক-এর কুড়িন মানে বিশপদী কবিতার বই ফ্রেগরেন্স অব লাভ ইংল্যান্ডের বিখ্যাত অলিম্পিয়া পাবলিশারস থেকে প্রকাশিত হয়েছে। এই গ্রন্থটিতে ষাটটি অসাধারণ কবিতা রয়েছে যা পড়লে পাঠকগণ এক অনন্য নতুনত্বের সন্ধান পাবেন! বইটিতে অনেক বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রেম, জীবন, সমাজ, আধ্যাত্মিকতা, দর্শন ইত্যাদি। বইটি প্রকাশের শুরু থেকে শেষ পর্যন্ত কবির অনেক স্বপ্ন, আবেগ, শ্রম এবং সাধনা জড়িত।

 

প্রতি বছর ইংল্যান্ডের অলিম্পিয়া পাবলিশারস-এ অসংখ্য পাণ্ডুলিপি জমা পড়লেও কর্তৃপক্ষ গুণ ও মানের বিচারে শ্রেষ্ঠ গ্রন্থগুলোকেই প্রকাশের জন্য নির্বাচিত করে। মো. জিয়াউল হক-এর ফ্রেগরেন্স অব লাভ গ্রন্থটি কবি হিসেবে তাঁর শ্রেষ্ঠত্ব প্রকাশ পাবার পাশাপাশি সমগ্র বাংলাদেশের জন্যও এটি একটি ঐতিহাসিক এবং উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সত্যিকার অর্থেই এটি বাংলাদেশি হিসেবে আমাদের গর্ব করার মতই একটি বিষয়। আমরা এই সুন্দর এবং চমৎকার বইটির সার্বিক সাফল্য কামনা করি। আমাদের আশা এই যে গ্রন্থটি দেশে বিদেশে বিপুল পাঠকপ্রিয়তা অর্জন করুক এবং কবি মো. জিয়াউল হক এবং তাঁর অসাধারণ গ্রন্থটি বিভিন্ন সম্মানজনক পুরস্কারে ভূষিত হোক। কারণ গুণীর প্রাপ্য সম্মান দিলে জাতি কখনও পেছনে যায় না বরং নতুন আলোয় উদ্ভাসিত হয়ে উন্নতির সিঁড়ি বেয়ে সামনে এগুতে থাকে। আবারও সৃষ্টিশীলতার কবি মো. জিয়াউল হক-কে শুভেচ্ছা এবং বিনম্র শ্রদ্ধা জানাই।

 

- নার্গিস সুলতানা

View kingofwords's Full Portfolio
tags: