বরফ গলল শেষে!

অবশেষে মরা গাঙে জল এলো,


অবশেষে বরফ গলল!


অবশেষে কমল তার রাগের মাত্রা,


অল্পতেই হল রক্ষা এ যাত্রা!



যদিও আমার ছিল না ভুল কোনও,


তবুও আমি বললাম তাকে শোনো,


ভুল যারই হোক না কেন সব ভুলে যাও,


মান অভিমান মুছে ফেলে সামনে তাকাও!


 

আমি বিচিক্ষণতার দিয়েছি পরিচয়,


আশা করি তুমিও দেবে নিশ্চয়! 

View kingofwords's Full Portfolio
tags: