দ্বন্দ্ব সংঘাতের পেছনে যদি থাকে কারণ,
তাহলেও কিছুটা বোঝে অতৃপ্ত মন,
কিন্তু দোষ না করেও দোষের বোঝা বইতে হলে,
পড়ে যেন হাতুড়ির বাড়ি কপালে!
মনটা হয়েছে ভীষণ খারাপ,
যখন সে ছড়াল বিষের তাপ!
আমি বোঝাতে বোঝাতে হলাম ক্লান্ত,
তবুও দেয়নি সে ক্ষান্ত!
তাকে অনেক ভালোবাসি,
দূরে থাকতে পারি না বলে ছুটে আসি।