কাউকে বিরক্ত করো না,
বিরক্ত করা মোটেও ভালো না,
বিরক্ত করলে মানুষ কষ্ট পায়,
বিরক্ত করা বড্ড অন্যায়!
বিরক্তকারীকে কেউ পছন্দ করে না,
বিরক্ত করা তাই মানা,
ব্যবহারে বংশের পরিচয়,
এ কথাটি স্মরণ রাখতে হয়।
সম্মানের সাথে বললে কথা,
মিলে সম্মান জানোতো তা!