গল্পিতা [গল্প + কবিতা]

করেছি সৃজন আজ,


লেখালেখির একটি নতুন ধারা,


যা সাহিত্যকে করবে উন্নত হয়তো,


হয়তো মোর মস্তকে পাবে শোভা তাজ!


 

গল্পিতা হচ্ছে সেই ধরণের লেখা,


যেথায় একটি গল্পের প্রথম অংশ,


হবে লেখা কাব্যিক ধারায়,


এবং শেষ অংশে পাবো গদ্যের দেখা।


 

গল্পিতা হয় যদি সকলের কাছে সমাদৃত,

 

থাকব আমি কৃতজ্ঞ, হব আনন্দে উচ্ছ্বসিত!

Author's Notes/Comments: 

Poestory is a new genre of writing in literature that  is created by blending two words i.e. poetry + story. In a word, it is a type of writing where a story has both the qualities of poetry and prose. In Bangla it can be called 'গল্পিতা' [কবিতা + গল্প].

View kingofwords's Full Portfolio