করেছি সৃজন আজ,
লেখালেখির একটি নতুন ধারা,
যা সাহিত্যকে করবে উন্নত হয়তো,
হয়তো মোর মস্তকে পাবে শোভা তাজ!
গল্পিতা হচ্ছে সেই ধরণের লেখা,
যেথায় একটি গল্পের প্রথম অংশ,
হবে লেখা কাব্যিক ধারায়,
এবং শেষ অংশে পাবো গদ্যের দেখা।
গল্পিতা হয় যদি সকলের কাছে সমাদৃত,
থাকব আমি কৃতজ্ঞ, হব আনন্দে উচ্ছ্বসিত!