অতৃপ্ত আত্মা

দেহ চায় মিশতে দেহে,


উত্তাপ বেড়ে চলে দু পাশেই,


কিন্তু কোথাও যেন একটা সূক্ষ্ম বাধা,


সান্ত্বনা পাই শুধু স্পর্শেই!


 

সে লজ্জাবতী গাছের মত চুপসে যায়,


ধরা দিয়েও দেয় না যেন!


আমি কামের আগুনে পুড়ে মরি আবার জাগি,


জানি আবার জানিনা কেন?


 

তার বক্ষে, ঠোঁটে, কোমল কোমরের প্রান্তে,

 

তার নাভির নিচে আমি মিশে যেতে চাই একান্তে!

View kingofwords's Full Portfolio