হোক বিজয় ছোট যত,
অনুভূতির জন্ম দেয় তা পাহাড়ের মত,
আমার মন যেন আরব্য রজনীর জাদুর পাটি হয়ে,
উড়ছে আকাশে উল্লাসের গান গেয়ে গেয়ে!
গর্বে বুক আমার ফুলে উঠছে বেলুনের মত,
এতদিন করে গেছি যে কষ্ট অবিরত,
সেই কষ্টের ফল আমি পেয়েছি,
তাইতো সীমাহীন আনন্দে আছি!
এই প্রেরণাই তো লেখকের মূল চালিকা শক্তি,
এই প্রেরণাই তো লেখায় আনে আলোর মত গতি!