সমাজ তাকে বেশ্যা বানায়,
আবার সেই সমাজই তার কাছে যায়,
দিনে কিংবা রাতে,
দেহের ক্ষুধা মেটাতে।
সমাজ দারিদ্রতার জালে,
তার পরিবারকে মাছের মত জড়িয়ে ফেলে,
উপায় আর থাকে না কোনও তার,
নিজের দেহকে ফুলের মত দেয় বিলিয়ে কাছে সবার!
সে তার আসল নামটি যায় ভুলে,
বেশ্যা নামেই এক নামে চেনে সকলে!