সাদা সাদা তুষার ঝরে,
আকাশ হতে ধীরে ধীরে,
কি যে ঠাণ্ডা লাগে!
তুষার দেখে মনে পুলক জাগে!
বরফের উপর হাঁটি মোরা,
যায় কেটে বেলা সারা,
একটু হাঁটলেই যায় পা দেবে,
তবুও চলে হাঁটা সগৌরবে!
ভারী ভারী জ্যাকেট পরে,
কাটাই সময় খুনসুটি করে!