এসো পরিবর্তনের পথে,
এসো আমার হাতটি ধরে সাথে,
তোমায় আসল রত্নের ভাণ্ডার দেব,
বিনিময়ে কিছুই নাহি নেব!
আমাকে বিশ্বাস করে এসো শীঘ্রই,
আমি হেমিলনের সেই বাঁশিওয়ালার মত নই,
এতোটা নিষ্ঠুর পারব না হতে কভু আমি,
বিশ্বাসের তরীতে ভেসে হাতটি ধরো তুমি।
এসো তোমায় আলোর পথ দেখাবো,
এসো তোমায় তোমার স্বরূপ চেনাবো!