আবার যদি দেখা হয়,
অকস্মাৎ সেই শহীদ মিনারের কাছে,
তোমার কি আদৌ মনে আছে,
সেই ভালোবাসা, সেই সময়?
কে জানে? হয়তো সবই মনে আছে,
সবই তোমার মন থেকে হয়তো,
গেছে উবে অনেক আগে কর্পূরের মত,
যদিও নয় কিছুই মিছে আমার কাছে!
আবার যদি দেখা হয়,
আবার যদি দেখা হয়!