পরিণতি!

কার যে কি পরিণতি হবে?


কে যে ঝড়ের পরের পাহাড়ের মত টিকে থাকবে?


কে যে কুয়াশার মত খানিক পরেই বিলীন হবে?


তা শুধুমাত্র সময়ই বলে দেবে।


 

সময়ের এক ফোঁড়,


অসময়ের দশ ফোঁড়,


প্রবাদটির জন্ম এমনি এমনি হয়নি,


ফেরাউনও হয়েছে পরাজিত জানি।


 

যেমন কর্ম তেমন ফল,

 

বাতাসে নড়ে ধর্মের কল!

View kingofwords's Full Portfolio