মীরা যেমন ছাড়ল প্রাসাদ কৃষ্ণের প্রেমে,
পারবে কি ছাড়তে তুমি ঘর আমার জন্যে,
তুমি নিঃসন্দেহে আমার হাতটি ধরে,
আসতে পারো স্বচ্ছ মনে।
আমি তোমার বিশ্বাসের মর্যাদা দেব,
তোমার কষ্ট শুষে নেব, বালি নেয় যেমন পানিকে,
তোমাতে বিলীন হতে দাও মোরে,
করতে দাও উন্মোচন মোরে তোমার নাভির নিচের রহস্যকে!
হে নারী! তুমি ঠকবে না জেনে রেখো!
আমি সস্তা প্রেমিক নই কোনও, একবার যাচাই করেই দেখো