হায় মীরা! তোমার জন্য কষ্টে,
বুকটা ভালুকের নখের আঘাতের মত,
হয় ক্ষতবিক্ষত মাঝেমাঝে,
শ্রদ্ধায় মাথা হয় নত।
তুমি মজলে কৃষ্ণের প্রেমে,
ফরহাদের তরে শিরি যেমন হল পাগল,
শত অন্যায় অত্যাচার কুঠারের মত করল আঘাত,
তবুও পাথরের মত অটুট ছিল তোমার মনোবল!
কি আশ্চর্য প্রেম! কি অসাধারণ মায়ার বাঁধন!
এখন কি আর যায় দেখা এমন প্রেমের উদাহরণ?