হয়তো আমি বাউণ্ডুলের মতন অগোছালো,
হয়তো নিয়মহীন, তবু এটুকু গর্ব করেই বলতে পারি,
আমায় তোমার জীবনের অংশ করে অসুখি হবে না তুমি,
কারণ আমি লোকির মত কপট নই হে নারী!
আমি জানি তুমি আমায় এড়িয়ে চল,
যুধিষ্ঠিরের মতই বিনয় ও সত্যবাদিতা আছে মোর মনে,
রানীর হালতেই রাখবো তোমায় সারাটি জীবন,
দেব না কষ্টকে ছায়ার মত আসতে কাছে কোনও ক্ষণে!
কে তোমায় আমার চেয়ে বেশী ভালোবাসবে?
এই সত্য এবং আকাশের মত পরিস্কার কথাটি বুঝবে কবে?