সমুদ্র সৈকতে গেলাম যখন,
অনেক ঝিনুক দেখলাম তখন,
কি যে সুন্দর সেগুলো!
ঝিনুকের কথা হঠাৎ মনে পড়ল।
এখনও আমার বাসায়,
আছে সেই ঝিনুক টেবিলটায়,
সাজিয়ে রেখেছি যতন করে,
দেখি আর সমুদ্রের কথা মনে পড়ে।
এতো সুন্দর ঝিনুক দেখে আনন্দ পায় মন,
যা কিছু সুন্দর লাগে সুন্দর সর্বক্ষণ!