প্রেমের হাওয়া লাগল মনে আবার,
বোঝা বড় দায় প্রেমের আজব কারবার!
দেখা যাক এ প্রেম নেয় কোথায় মোরে?
নরকের চৌরাস্তায় নাকি স্বর্গের দ্বারে!
তার মূর্তির মত নিখুঁত দেহ দেখে,
আর কিচ্ছু পড়ে না চোখে!
কার সাথে করব তুলনা?
আমি ঠিক বুঝতে পারি না!
আমি জানি সবুরে মেওয়া ফলে,
সবুরে চেষ্টা মোর নিশ্চয়ই যাবে না বিফলে!