একতারা কেঁদে বলে,
লালনের কথা,
গ্রামের সেই নদীর করে বর্ণন,
ছড়ায় বাউলের মানবতার কথকতা।
একতারা কাঁদে আর জগত হাসে,
ফুলের মত জীবন যায় বিলিয়ে,
চায় না রাজনীতি, চায় না টাকাকড়ি,
নিজের জীবন উৎসর্গ করার বিনিময়ে।
একতারা কাঁদে আর মানব প্রেমের গান গায়,
মানব মনের সুপ্ত সুরকে জাগানোর প্রচেষ্টায়।