কৃষ্ণের প্রেমে মজলেন রাধা,
অনেক পরে মীরাও পড়লেন বাধা,
প্ল্যাটোনিক প্রেমে,
শত বিপত্তিতেও রইলো না সে প্রেম থেমে!
শাশুড়ি করলেন বারণ,
দেবরও হলো মীরার মানসিক পীড়ার কারণ,
তবুও নির্ভীক মাঝির মতন সব ঢেউকে উপেক্ষা করে,
কৃষ্ণের ভালোবাসায় রইলেন পড়ে।
শ্রীকৃষ্ণকীর্তন লীলাই হলো মীরার বাঁচার অবলম্বন,
হলেন গৃহত্যাগী কিন্তু মনের শক্তি ছিল ছায়ার মত বিলক্ষণ!