চোখ থেকেও চোখ বন্ধ,
যেন সবাই অন্ধ!
বিবেকের দরজায় ঝুলছে তালা,
বেড়েই চলেছে মানুষের জ্বালা!
নড়ে না আজ মানবতার কল,
আলোর দিশারীর পায়ে শিকল,
অন্যায়ের প্রতিবাদ করলেই পায় কষ্ট উপহার,
অত্যাচারের কাছে ন্যায়ের হচ্ছে হার!
এ কেমন সময়ের অংশ মোরা হায়?
এটা কি সভ্য সমাজ, থাকি উত্তরের অপেক্ষায়?