লবণ ভীষণ দরকারি,
লবণ ছাড়া পানসে হয় তরকারি,
লবণ না থাকলে তরকারিতে,
স্বাদ হয় না একটুও তাতে।
একদিন আম্মু মুরগীর মাংস রাঁধলেন,
তাতে সব মসলাই নিয়মমত দিলেন,
কিন্তু লবণ দিতেই গেলেন ভুলে,
এদিক ওদিক তাকাই মোরা তরকারি মুখে তুলে!
আম্মু আবার লবণ দিয়ে বসালেন তরকারি চুলায়,
আমরা তখন প্লেটের সামনে রইলাম খানিক অপেক্ষায়!