চড়ুইভাতিতে মাততে চললাম ভ্রমণে সেদিন,
ছিল মিলনমেলা বন্ধুবান্ধবসহ আরও পরিচিত মুখের!
যে অসাধারণ অনুভূতি করেছিল ভর মনে,
তা বোঝানোর ভাষা নেই আমার মনের!
প্রকৃতির সবুজ বুক চিড়ে যাচ্ছিল বাস যখন,
শিশুর মত মুগ্ধ হয়ে দেখলাম বিচিত্র পশুপাখি,
অকস্মাৎ চালক বাসের ব্রেক কষতেই দেখলাম,
দুই তিনটে হাতি রাস্তা পার হচ্ছে শামুকের মত গতিতে!
হাতি দেখেই স্বর্গের দেবরাজ ইন্দ্রের কথা মনে পড়ল,
তার বাহন যে হাতি, ঐরাবত যার নাম ছিল!