বারান্দায় লাগিয়েছি পুঁইশাক গাছ,
প্রতিদিন একটু একটু বাড়ে,
আশে পাশে বাশের কঞ্চি পেলে,
যায় উঠে ধীরে ধীরে!
একসময় সবুজ পাতায় ভরে গেল গাছ,
মন আমার আনন্দে উঠল নেচে তখন,
নিজের গাছের শাঁক দেখাটাই তো অনেক কিছু,
খাওয়াটা নয় গুরুত্বপূর্ণ ভীষণ!
মা মাঝে মাঝে করেন রান্না শাঁকের পাতা এনে,
অনেক মজা করে খাই মোরা দুটি ভাইবোনে!