কষ্টের মাঝে ডুবে ছিলাম,
নদীর বুকে যেমন নৌকা থাকে ডুবে,
এখন মনে হয় সেই কষ্টই আমাকে তৈরি করেছে,
সেই কষ্টই আমার কাছে হীরার চেয়েও মূল্যবান তবে!
স্বর্ণ পুড়ে হয় খাঁটি,
যন্ত্রণার আগুনে পুড়ে মানুষ খাঁটি হয়,
সে চেনে তার নিজের সত্ত্বাকে,
সে জানে কিভাবে ভয়কে জয় করতে হয়!
তবে আমি কষ্ট বিলাতে চাই না,
আমি চাই সবার বুকে ভালোবাসার বীজ হোক বোনা!