কত না বলা কথা!

কত না বলা কথা আছে জমে এ বুকে,


জমিয়ে রাখা কয়েনের মত!


কত অজানা রহস্যের উপর থেকে পর্দা ওঠানো বাকি!


হৃদয় খুলে বলব হৃদয়ের কথা যত!


 

কথা না বলতে বলতে তার সনে,


মনে হয় যেন যুগ যুগ ধরে আমি কথা বলি না!


যেন আমি শিশু কোনও, কথা বলা শিখতে বাকি,


কত যে যাতনা, আর তো প্রাণে সয় না।


 

দূরে থেকেও কতবার যে মনে মনে ‘ভালোবাসি’ বলেছি,

 

তোমার হাতে ধরা গোলাপের মত আসছি, তোমার কাছাকাছি!

View kingofwords's Full Portfolio
tags: