জগতের নিয়ম আমি বুঝি না,
এতো জটিলতা ভাল্লাগে না!
ভাষার জটিলতা, সম্পর্কের জটিলতা,
মানবের বুকে আর নেই মানবতা!
নিয়ম ভাঙতে চাইলেই তারা বলে বিদ্রোহী,
আমি জানি আমার মন যা বলে তাই সহি,
প্রতিবাদ করলেই স্বার্থের লোভে অন্ধ যারা,
হায়েনার মত করে তাড়া!
তবুও আমি আমার কথা বলব,
বলতে না পারলে লিখব, লিখেই যাব!