শীতে কাঁপছে ওরা

রিক্সায় চড়ে পথ চলতে চলতে,


মনে কষ্টের ছত্রাক হয় জমা দেখি যখন রাস্তার পাশে,


একটি জীর্ণ শীর্ণ বস্তায় জড়িয়ে গা,


একটি পথশিশু শুকিয়ে যাওয়া ফুলের মত বসে।


 

যখন যে কোনও দরিদ্র মানুষ আসে যদি,


আমার সাধ্যমত চেষ্টা করি সাহায্য করতে তখন,


মানুষই তো মানুষের তরে করবে কাজ,


প্রিয় নবী হযরত মুহাম্মদ [সা.] এঁর কথা মনে পড়ে ভীষণ।


 

এ ফুলের মত নশ্বর পৃথিবীতে কিসের এতো অহংকার!

 

ধনদৌলত যাবে না কিছুই, কবরে হবে সাথী সীমাহীন অন্ধকার!

View kingofwords's Full Portfolio