যায় দিন চলে শামুকের মত ধীরে কভু,
কখনও পাগলা ঘোড়ার মত ছোটে,
কখনও মনে হয় সময় বলে নেই কিছুই,
কখনও মাতি সময়ের প্রশংসায় যবে আনন্দের কিছু ঘটে!
দিন গড়িয়ে আসে রাত, রাত গড়িয়ে দিন,
জগতের নিয়মে পড়ে না কোনও বাধা,
নেই একটু খানি বিশ্রাম সময়ের চাকায়,
সময়ের চক্র যেন এক গোলকধাঁধা!
সময়ের এক অবিচ্ছেদ্য অংশ মোরা আছে যতক্ষণ প্রাণ,
চায় সবে সর্বদা মরণের পরেও যেন রয় নামটি অম্লান!